আঞ্চলিক প্রতিনিধ, বরিশাল : দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে হত্যাসহ বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। অব্যাহত হুমকির মুখে ভূক্তভোগী ওই ব্যবসায়ী গত তিনদিন ধরে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর ফতেপুর গ্রামের।

আজ সোমবার দুপুরে ওই গ্রামের মৃত আব্দুর রশিদ চৌকিদারের ছেলে ভূক্তভোগী ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, তার বাবার ক্রয়কৃত ৯৬ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর্যন্ত তারা ভোগদখল করে আসছেন। বিগত ১৫ বছর আগে ওই সম্পত্তি থেকে ১২ হাজার টাকার গাছ বিক্রি করা হয়। অভিযোগ করে তিনি বলেন, প্রতিবেশী হাবিবুর রহমান ওরফে ডালু খানের ছেলে একসময়ের দুর্ধর্ষ সর্বহারা নেতা ও একাধিক মামলার আসামি রাসেদ খান দীর্ঘদিন পর অতিসম্প্রতি গ্রামে ফিরে বিক্রি করা গাছের সম্পত্তি তাদের বলে দাবি করেন। এসময় তাকে জমি মাপার জন্য প্রস্তাব দেওয়া সত্বেও তিনি তাতে রাজি না হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে রাসেদ খান ও তার ভাই মিলন খান, ফটিক খানসহ অন্যান্য সহযোগিরা বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

আমিরুল ইসলাম আরও অভিযোগ করেন, দাবিকৃত চাঁদার টাকার জন্য রাসেদ খান মোবাইল ফোনে তাদের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এছাড়াও গত কয়েকদিন ধরে তারা এলাকায় সশস্ত্র মহড়া দেওয়ায় আতঙ্কিত হয়ে গত তিনদিন ধরে তিনি নিজ এলাকা ছেড়ে বরিশাল নগরীতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত রাসেদ খান বলেন, প্রবাসে থাকাবস্থায় আমার পৈত্রিক সম্পত্তির গাছ আমিরুল গংরা বিক্রি করেছেন। সেই গাছ বিক্রির টাকা তাদের কাছে ফেরত চাওয়া হয়েছে। বিষয়টি ভিন্নখাতে নিতে আমিরুল গংরা মিথ্যে অপপ্রচার করছে।

(টিবি/এসপি/এপ্রিল ২১, ২০২৫)