সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, ভেঙে দিলো প্রশাসন
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ সোমবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বাজারে সরকারি জায়গায় গড়ে ওঠা বাইন মার্কেটে অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
অভিযানে পাঁচটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।
উচ্ছেদ অভিযানে টুঙ্গিপাড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস সহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বাজারে প্রায় সাড়ে ৩ শতাংশ সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছিলো ওই এলাকার পাঁচ ব্যক্তি। তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একাধিকবার নোটিশ করা হলেও তারা ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেননি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রাখা এসব দোকানপাট জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছিল। তাই ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
(টিবি/এসপি/এপ্রিল ২১, ২০২৫)