চোরাচালান বন্ধে ভুট্রা চাষিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ইসমাম আহমেদ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত এলাকার নিরাপত্তা ও চোরাচালান বন্ধে জেলা প্রশাসক ইশরাত ফারজানা ভুট্টা চাষীদের সাথে মত বিনিময় করেছেন। আজ সোমবার উপজেলার চেকপোস্ট সীমান্তে সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নে সীমান্ত এলাকার চাষীদের নিয়ে এ মতবিনিময় টি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, আমরা চাই কিভাবে আপনাদের উন্নয়ন ঘটানো যায়। আপনারা নিরাপদ ফসল চাষ করে বহিবিশ্বে পাঠাবেন। এজন্য আমাদের কৃষি সম্পসারণ অধিদপ্তর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তবে পরিত্যক্ত জমি গুলোকে চাষের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমি চাকরির সুবাদে অনেক জেলায় থেকেছি কিন্তু এই জেলার মানুষের মতো পরিশ্রমী চাষী দেখিনাই। আমি এজেলায় এসে দেখেছি এখানকার কৃষক একটি জমিতে তিনটি ফসল পর্যন্ত চাষ করে। এ বিষয়টি আমি ঢাকায় জেলা প্রশাসকদের মতবিনিময় সভাতেও উল্লেখ করেছি।
তিনি আরো উল্লেখ করেন, এত ফসল উৎপাদনের কারণ হচ্ছে এ জেলার জমি গুলো উর্বর। তবে বার বার ভুট্রা চাষ করায় জমি গুলোর উর্বরতা কমে যাচ্ছে। সেই সাথে বিজিবি সীমান্ত রক্ষায় নানামুখী সমস্যায় পড়ছেন।যার ফলে অবাধে সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ হচ্ছে। তাই সীমান্তের ৫০০ শ মিটারের মধ্যে উচু জাতীয় ফসল না ফলানোর জন্য অনুরোধ করছি।
ঠাকুরগাঁও কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, আমাদের সীমান্ত এলাকাগুলোতে উচু জাতের ফসল ফলানো হচ্ছে। আমরা যদি লক্ষ করি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কোন ধরনের উঁচু জাতীয় ফসল চাষ করে না। চাইলেই আমরা নিচু জাতীয় ফসল উৎপাদন করে লাভবান হতে পারবো। এসময় তিনি উল্লেখ করে বলেন, এ জেলাতেই অনেক কৃষক মিস্টি কুমরা, চিনা বাদাম, সহ অন্যন্য নিচু জাতীয় ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে।
কাঠালডাঙ্গী কোম্পানি কোমান্ডার সুবেদার মহসীন আলী বলেন, সীমান্ত এলাকায় তিন ফিটের চেয়ে উচু স্থাপনা ও উচু জাতীয় ফসলের কারণে নানামুখী সমস্যায় পড়ছি।এ বিষয়গুলো সীমান্ত এলাকায় বসবাসকারিরাও জানেন। বর্তমান পেক্ষাপটে উচু জাতীয় ফসল না চাষ করতে নিরুৎসাহিত করে আসছি।
মতবিনিময় সভায় একজন চাষী বলেন, ভুট্রা চাষ করা অন্যন্য ফসলের চেয়ে লাভ জনক ও ঝুকিকম। যার ফলে এ অঞ্চের চাষীরা ভুট্টা চাষে জরিয়ে পড়ছেন। তিনি আরো বলেন, ভুট্টার চেয়ে অধিক লাভজনক ফসল পেলেই এলাকার কৃষক সীমান্তে ভুট্রা চাষ কমাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, আপনারা সীমান্তে ভুট্টা চাষের পরিবর্তে নিচু জাতীয় লাভজনক ফসল উৎপাদন করেন আমরা আপনাদের কৃষি প্রণোদনার মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে দিবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ সীমান্ত এলাকার শতাধিক কৃষক।
(আইএ/এসপি/এপ্রিল ২১, ২০২৫)