মাগুরায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধানচন্দ্র রায় পোদ্দার। তিনি বলেন, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি। তাদের সার্বিক নিয়ম সুশৃঙ্খলা এবং শিক্ষার্থীদের বিধিবিধান মেনে চলায় সকল কার্যক্রমে আমি আবেগ আপ্লুত। মডেল স্কুল ঠিক মডেল স্কুলই।
গত রবিবার সকালে উপজেলা সদরের আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে এসব কথা বলেন।
জেলায় ৫০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এগুলো আমাদের তালিকাভুক্ত। পর্যায় ক্রমে সকল স্কুলের উন্নয়ন মূলক কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মো অহিদুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন,
সহকারী কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য, মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(বিএস/এসপি/এপ্রিল ২১, ২০২৫)