একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মরিচ ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।কামাল ওই গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগিনা রাজুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কৃষিকাজ করতে যান। এ সময় হঠাৎই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা তিনজন ক্ষেত থেকে দৌড়ে বাড়ি ফিরছিলেন।

বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই কামাল মারা যান জানিয়ে তিনি আরও বলেন, রাজু অজ্ঞান হয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি এখন সুস্থ আছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

(একে/এএস/এপ্রিল ২১, ২০২৫)