রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ৬৮ বছর বয়সী  কৃষক বিজয় কৃষ্ণ মণ্ডলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের গাজীপুর গ্রামের নিজ বাড়ির পাশের সঞ্জয় মণ্ডলের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় মণ্ডলের বাবার নাম মৃত ভূষণ চন্দ্র মণ্ডল।

গাজীপুর গ্রামের বিনোদিনি মণ্ডল জানান,তার স্বামী পেশায় একজন কৃষক। একইসাথে তিনি ঘোনা ইউনিয়নের গাজীপুর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি তার জীবদ্দশায় কারো সাথে কোনদিন বিরোধ করেননি।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাড়ার সঞ্জয় মণ্ডলের চায়ের দোকানে বসেছিলেন।

সদর থানার উপপরিদর্শক শাকিল আহমেদ এ সময় তার নাম জানার পর তিনি আওয়ামীলীগ করেন কিনা জানতে চান। হ্যাঁ সূচক উত্তর পাওয়ার পরপরই তাকে কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই হাতে হ্যাণ্ডকাপ পরিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হকের কাছে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিজয় মণ্ডল গত ২৬ ফেব্রুয়ারি কুচপুকুরে আগরদাঁড়ি ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক সাইফুল ইসলামের অফিসে ভাংচুর, অগ্নিসংযোগ এবং বাসায় লুটপাটের অভিযোগে দায়েকৃত মামলার কোন এজাহারনামীয় আসামী না হলেও সন্দিগ্ধ আসামী।

তবে মামলার বাদি সাইফুল ইসলাম জানান,তিনি বিজয় কৃষ্ণ মণ্ডলকে চেনেন না।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হকম জানান, মৎস্যজীবি দলের নেতা সাইফুল ইসলামের অফিস ও বাড়িতে লুটপাট,অগ্নিসংযোগ এর মামলায়৷ বিজয় কৃষ্ণ মণ্ডল তদন্তে প্রাপ্ত আসামী। তাকে রবিবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/এপ্রিল ২০, ২০২৫)