রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

আজ রবিবার বিকালে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পীর নেতৃত্বে শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিক্ষোভকারীরা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ, সরকারি কলেজের আহবায়ক আসিফ মাহমুূদ রিপন, ঘোনা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি জাহিদ, ছাত্রনেতা শাহিনুর প্রমুখ।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকালে নিজ বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা পারভেজ। আর এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা জড়িত রয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

(আরকে/এসপি/এপ্রিল ২০, ২০২৫)