সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুলের সুস্থতা কামনা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শারিরীক অসুস্থতার কারনে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা।
আজ রবিবার কিডনী ও পিত্তথলির অপারেশন করানোর জন্য তিনি হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। রাত ৮টায় এই অপারেশন করা হবে। এ ব্যাপারে তিনি সকলের দোয়া চেয়েছেন।
শেখ আরিফুল ইসলাম আশার সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএ টিভির ক্যামেরা পারসন মো: জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির মোঃ মামুন রেজা, দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন, মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, চ্যানেল এস এর মোঃ আবু রায়হান, বাংলাভিশন অনলাইনের মোঃ ফারুক হোসেন রাজ ও এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী।
(আরকে/এসপি/এপ্রিল ২০, ২০২৫)