সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন থেকে চলে আসা আজগরটি উপজেলার রাজেশ্বর গ্রামের মধু খানের মাছের ঘেরের বেড়ার নেটে জড়িয়ে ছিল।

আজ রবিবার দুপুরে স্থানীয়রা আজগরটি আটকে থাকতে দেখে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেয়। তারা এসে আজগরটি উদ্ধার করে।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটের মো. আলম হাওলাদার জানান, ঘের মালিক মধু খান মোবাইল ফোনে অজগর আটকে পড়ার খবর দেন। পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে সেটি উদ্ধার করে পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন অফিসে হস্তান্তর করা হয়। ৮ ফুট লম্বা অজগরটির ওজন ১০ কেজি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুক আহমেদ জানান, সুন্দরবন থেকে লোকালয়ে চলে যাওয়া আজগরটি রাজেশ্বর গ্রাম থেকে উদ্ধারের পর বিকালে রেঞ্জের ধাবরী এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ২০, ২০২৫)