আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পূর্বে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে শ্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা নানা ধরনের ব্যানার, প্লেকার্ড নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করেন।

(টিবি/এসপি/এপ্রিল ২০, ২০২৫)