নাশকতার মামলায় জেলহাজতে যুবলীগ নেতা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় গ্রেফতার হয়ে যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমনকে (৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সুমন আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি গুজামানিকা এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।
আজ রবিবার দুপুরে তাকে জামালপুর আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মেলান্দহে সংঘটিত একটি নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় (নম্বর-২০) আরিফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহ থানায় দায়ের হয় মামলাটি। আজ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
(আরআর/এসপি/এপ্রিল ২০, ২০২৫)