সুবর্ণচরে বিএনপি নেতার শোকসভা অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, জনাব মরহুম জাকার হোসেন মিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল (শনিবার) পূর্বচরবাটা ইউনিয়ন ছমিরহাট বাজার সংলগ্ন হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোকসভার আয়োজন করে ৭নং পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিনের সঞ্চালনায় এবং পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকোট আব্দুর রহমান, বিশেষ অতিথি নোয়াখালী জেলা জেলা শ্রমিকদলের আহবায়ক দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী।
আরো উপস্থিত ছিলেন, ৭ নং পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, চর আমান উল্যাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাবুল, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহসান উল্যাহ, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হোসেন রোহান, ছাত্রদল নেতা বাকের উল্যাহ, মরহুম জাকার হোসেনের পুত্র আলতাফ হোসেন মামুনসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম জাকার মিয়ার বর্ণাঢ্য রাজনীতি জীবন নিয়ে স্মৃতি চারণ করেন, পরে মরহুমের পরিবারের সদস্যদের হাতে মরোনত্তোর সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
(আইইউএস/এএস/এপ্রিল ২০, ২০২৫)