সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামে এক ইজিবাইকের যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় সিয়াম গাজীর বাবাসহ আরও দুই যাত্রী আহত হয়েছে।

আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সাহা বাড়ীর পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিয়াম গাজী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতী গ্রামের মজিবর রহমান গাজীর ছেলে।

মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তমিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে মজিবর রহমান গাজী তার এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মোরেলগঞ্জের তেলীগাতী থেকে ইজিবাইক ভাড়া করে পিরোজপুর যাচ্ছিল। ইজিবাইকটি সকাল ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহা বাড়ীর পুল এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই সিয়াম গাজী নিহত হয়। এ সময় সিয়াম গাজীর বাবা মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পী ও অপর এক যাত্রী আহত হয়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

(এস/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)