সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের
সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাস, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।
মানবন্ধনে বক্তরা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এস আই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়ত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্টু। এ ঘটনায় গত ১১৷ মার্চ থানায় সাধারণ ডায়রী করেন।
এ ঘটনার জের ধরে নৈকাটি গ্রামের সামাজিক মর্যাদা না থাকা এক নারীকে দিয়ে আরিফুলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মিথ্যা মামলা করা হয়েছে। আরিফুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা যে মিথ্যা তা ডিএনএ টেষ্ট করলেই বোঝা যাবে। তাই ডিএনএ টেষ্ট না করে আরিফুলকে আইনের আওতায় আনা যাবে না। ডিএনএ টেষ্ট করে আরিফুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে মামলার বাদীর বিরুদ্ধে ২১১ ধারায় ব্যবস্থা নিতে হবে। আইন আমলে আনতে হবে সোগাগ ও ছোট্টুকে।
(আরকে/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)