আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ সালের সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খান পরিচালিত কিডস ইংলিশ জোন এর শিক্ষার্থীদের নিয়ে সার্টিফিকেট এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের দেওয়ান শামছুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সার্টিফিকেট এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজ এর সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রাফী আহমদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীমঙ্গল দিলিপ বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল এর প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দিপালোক রায়, শ্রীমঙ্গল সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেজ এর প্রভাষক মো: ময়ীনুল ইসলাম জাকির, শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজার এর ইংরেজি বিভাগের প্রভাষক আফজাল হোসেন, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব মৌলভীবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু সামাদ, ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চৌধুরী, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম, ৭১ টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাত, প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা দেবী এবং শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন আনিসা আনোয়ার, স্নেহামনি দেবনাথ, সৃজিতা চক্রবর্তী কথা, নিলয় আচার্য্য, ফাতিমা বিনতে ইনাম প্রমুখ।

(এএ/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)