মাদারীপুর জেলা হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ছয় তলার শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। সিসিটিভি এর ফুটেজে দেখা যায় একজন বোরকাপড়া নারী শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যায়।
হাসপাতাল, পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মহিষেরচরের পাকা মসজিদ এলাকার সুমন মুন্সি ও সুমি আক্তার দম্পতি। তাদের ছোট মেয়ে জামিলা আক্তারকে (২) অসুস্থতার জন্য গত তিন দিন আগে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করেন। শনিবার দুপুরে মা সুমি আক্তার হাসপাতালে বসেই তার বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিলেন। এ সময় গোলাপি রংয়ের বোরকাপড়া এক নারী এসে মা সুমি আক্তারের কোল থেকে তার ছেলে আব্দুর রহমানকে কোলে তুলে নেন। এ সময় ঐ নারী আদর করতে করতে এক পর্যায় হাসপাতালের বারান্দা নিয়ে যায়। পরে মুহূর্তের মধ্যেই মায়ের চোখ ফাঁকি দিয়ে আব্দুর রহমানকে নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির করে ছেলেকে না পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শনসহ এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু করেছেন।
এদিকে হাসপাতালের বাহিরের সিসিটিভি এর ফুটেজে দেখা যায়, শিশু আব্দুর রহমানকে বোরকাপড়া এক নারী কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন।
শিশুটির মা সুমি আক্তার বলেন, আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার সন্তানকে ফেরত চাই এবং ঐ অপরাধীর বিচার চাই।
শিশুটির বাবা সুমন মুন্সি বলেন, আমি কাজে ছিলাম। আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে, এই খবর পেয়ে হাসপাতালে আসি। অনেক খোজাখুজি করেও আমার ছেলেকে ফিরে পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আর এই চক্রের সাথে জড়িতদের বিচার চাই।
তবে এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের কোন চিকিৎসকই কথা বলতে রাজি হননি। তাই কোন চিকিৎসকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, খবর পেয়েছি হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই চক্রে যে বা যারাই জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)