বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের পরিমল সাহা ও সীমা সাহার জেষ্ঠ কন্যা চৈতি সাহা লেখাপড়ার পাশাপাশি সংগীত চর্চায় শিল্পী হিসাবে অর্জন করেছে সফলতা। চৈতী সাহা বর্তমানে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলায় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। 

জানা গেছে, ২০১৮ সালের সাংস্কৃতিক উৎসব,জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯, নজরুল প্রতিযোগিতা-২০২০, জাতীয় শিশু প্রতিযোগিতা-২০২০, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ১০১৮, জাতীয় শিশু শিক্ষা সপ্তাহ-২০২৩, সহ প্রচুর সার্টিফিকেট, পদক, মানুষের ভালোবাসা অর্জন করেছে চৈতী সাহা।

চৈতী সাহার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে "তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার" "ফাগুন হাওয়ায় হাওয়ায়" "ভালোবেসে সখী নিভৃতে যতনে" "আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলেম।

এ বিষয়ে চৈতী সাহা জানায়, আমার ছোটবেলা থেকে গানের প্রতি ভালোবাসা এবং একটু একটু বাবা-মার হাত ধরে তাদের কাছ থেকে ও আমার সংগীতের গুরু ইন্দ্রজিৎ বিশ্বাসের কাছ থেকে গান শেখা।
রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালন গীতি, দেশাত্ববোধ, গানের প্রতি বেশি ভালোবাসা রয়েছে।সব ধরনের গান গাওয়া-গানের পথে চলা এটাই আমার ইচ্ছা।

চৈতীর মা সীমা সাহা বলেন, ছোটবেলায় থেকে ওর পিতা ও আমার খুব ইচ্ছা ছিল মেয়েকে গান শেখানোর। সবাই আশীর্বাদ করবেন চৈতীর জন্য সে যাতে সামনের দিকে আরো এগোতে পারে।

(বিএস/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)