আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাভোগ করে জামিনে বের হওয়ার একদিন পর হঠাত অসুস্থ্য হয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামের।

মৃত বাদল তালুকদার (৪৫) বাটাজোর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শনিবার বাদ আছর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাটাজোর এলাকার একটি বিস্ফোরক মামলায় বাদল তালুকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। ওই মামলায় দীর্ঘদিন বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন বাদল। গত বুধবার (১৭ এপ্রিল) বাদল তালুকদার জামিনে বের হন। এরপর থেকেই তিনি বুকে ব্যাথা অনুভব করে আসছিলেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে বুকের ব্যাথা বেড়ে গেলে বাদল তালুকদারকে বাটাজোর বন্দরের মদিনা ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেমতে ওইদিনই ঢাকার নেওয়ার পথে বাদল তালুকদারের মৃত্যু হয়। মৃত ইউপি সদস্য বাদল তালুকদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

(টিবি/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)