ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক পরিকল্পনা প্রণয়ন সভা অনুুষ্ঠিত হয়েছে। ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় ভোজন বিলাস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়। 

ওয়াইপিএজির সদস্য শাহ সৌরভ এর সভাপতিত্বে ও সদস্য রোমান কবীরের সঞ্চালনায় পিএফজির পক্ষে বক্তব্য রাখেন পিএফজির কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, সদস্য নীলকন্ঠ আইচ মজুমদার, আব্দুল হাদী, হাবিবুর রহমান হাবিব ও হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর আক্তারুজ্জামান। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এর আলোকে ওয়াইপিএজির সদস্যরা স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে আগামী তিন মাসের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন।

(এন/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)