বিনোদন ডেস্ক : শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল থেকে শনিবার (১৯ এপ্রিল) টেস্টের রিপোর্ট আসার কথা। এরপর তার পরবর্তী চিকিৎসা শুরু হবে। আর রিপোর্ট স্বাভাবিক এলে তাকে ছেড়ে দেওয়াও হতে পারে।

ওই হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। একইসঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক।

জানা গেছে, যে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। শনি-রবিবার সৃজিতের হল পরিদর্শন করার কথাও ছিল। হঠাৎ অসুস্থ হওয়ায় আপাতত শনিবারের হল ভিজিট বাতিল করা হয়েছে।

চলতি বছরের জুন থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং শুরু করবেন ওই পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মধ্যে তার শরীর খারাপ।

এদিকে জনপ্রিয় পরিচালকের অসুস্থতার খবর পেয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে প্রায় টলিউডের সবাই কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সবাই।

(ওএস/এএস/এপ্রিল ১৯, ২০২৫)