নড়াইল ন্যাশনালিস্ট ব্লাড ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় নড়াইল ন্যাশনালিস্ট ব্লাড ব্যাংক এর প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের জয়পুরস্থ ব্লাড ব্যাংক কার্যালয়ে নড়াইল ন্যাশনালিস্ট ব্লাড ব্যাংক এর আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্টানে ন্যাশনালিস্ট ব্লাড ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও উপদেষ্টা এস এ সাইফুল্লাহ মামুন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, ন্যাসনালিস্ট ব্লাডব্যাংক নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, বিএনপি নেতা আবু হায়াত সাবু, শ ম জামসেদ আলম, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মেদ, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে ন্যাশনালিস্ট ব্লাড ব্যাংকের ১ম বার্ষিকী উদযাপন করা হয়। পরিশেষে সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।
(আরএম/এএস/এপ্রিল ১৯, ২০২৫)