পাংশা উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : পাংশা উপজেলা প্রেস ক্লাবের কার্যলয়ে প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধায় পাংশা উপজেলা প্রেস ক্লাবের কার্যলয়ে, ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামীর সঞ্চলনায় ও সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল হাসান রাজিব,প্রচার সম্পাদক হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক, শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রন্জু, আবুল হাসেম সদস্য উৎপল সরকার, মোঃ সোবাহান, বাপ্পারাজ খাঁন, রবিউল ইসলাম ও মেহেদী হাসান, শামিম রহমান (জন) উপস্থিত ছিলেন।
সভায় প্রেস ক্লাবের সদস্যদের আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান করেন সভাপতি আবুল কালাম আজাদ। ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ক্লাবের সদস্যরা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সবাইকে আহ্বান ও ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন ক্লাবের প্রচার সম্পাদক হামজা শেখ। সর্বশেষ সভা সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
(একে/এএস/এপ্রিল ১৮, ২০২৫)