নড়াইলে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি, অস্বস্তিতে ক্রেতারা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে তিন দিনের ব্যবধানে জেলা-উপজেলার হাট-বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা। প্রকারভেদে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ। ঈদের পর কোন প্রকার ঘোষণা ছাড়াই পেঁয়াজের দাম বেড়ে গেলেও জেলার কোথাও বাজার মনিটরিং অথবা মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে- এমন খবর পাওয়া যায় নাই। এ নিয়েও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নড়াইল শহরের বাজার, পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন কাঁচা বাজার এবং রুপগঞ্জ বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে বাজারে যে পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হয়েছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা কেজি দরে। লোহাগড়া ও কালিয়া উপজেলার হাট বাজারেও উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
নড়াইলের শহর কাঁচা বাজারে পেঁয়াজ কিনতে আসা সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন বলেন, 'কয়দিন আগেও ভালো মানের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে কিনেছি। এখন সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকা কেজিতে। এভাবে দাম বাড়লেও বাজার নিয়ন্ত্রণে কোন কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না।’
নড়াইল পৌর সভার সামনের চায়ের দোকানী মোহিত বলেন, 'রমজান মাসে পেঁয়াজের চাপ থাকলেও সে সময় দাম বাড়েনি। কিন্তু এখন কী এমন চাপ বাড়ল যে হঠাৎ করে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা বেড়ে গেল। প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে এ অবস্থা হতো না।’
রুপগঞ্জ বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, পাবনা, ফরিদপুর ও নাটোরসহ অন্যান্য পেঁয়াজ সমৃদ্ধ এলাকায় পেঁয়াজের উৎপাদনসহ মোকামে পেঁয়াজের আমদানি পর্যাপ্ত রয়েছে। কিন্তু এলাকার পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের মজুত শুরু করায় হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদার বলেন, 'মোকামে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের সঙ্গে তারাও বিপাকে পড়েছেন। মোকামে বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করায় বর্তমানে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে বলেই সামান্য কিছু লাভ ধরে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। এজন্য পেঁয়াজের দাম বেড়েছে। তবে মোকামে পেঁয়াজের দাম নেমে আসলে স্থানীয় বাজারেও দাম কমে আসবে বলে তিনি জানান।’
এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে।
(আরএম/এসপি/এপ্রিল ১৮, ২০২৫)