সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার
.png)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলার সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়মনিরঘোলের সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা পরিত্যক্ত বস্তার মধ্য থেকে ৩১ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা ও ৪টি পা রয়েছে।
আজ শুক্রবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের অভিযানে পরিত্যক্ত বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা ও ৪টি পা উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দবনের হরিণ শিকারীরা পালিয়ে যায়। জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থার জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
(এস/এসপি/এপ্রিল ১৮, ২০২৫)