ধর্ম পালনে মানুষই দেখি

হিন্দু আছে বৌদ্ধ আছে, আছে মুসলিম খ্রিস্টান
একের সাথে অন্যের দ্বন্দ্ব, মানুষে মানুষে নাই টান!
ধর্ম বিশ্বাস নয়তো মেকি;
ধর্ম পালনে মানুষই দেখি
মানুষে মানুষে বিবাদ করে, কেনো ঝরে এতো প্রাণ?

মানুষের পাশে দাঁড়াক মানুষ

ধর্মের বিভাজন নয়, থেমে যাক দেশে দেশে, হিংসার রোষ
মানবতার পৃথিবী জাগুক, দূর হোক কূপমণ্ডূক সকল দোষ
দিলাম আজ শান্তির এই ডাক
চারিদিকে সুবাতাস বয়ে যাক
মানুষের তরে মানুষ কাঁদুক, মানুষের পাশে; দাঁড়াক মানুষ।

বৈশাখে সারাদেশে

বৈশাখে সারাদেশে সব পথে নেমে ছিলো ঢল
মানুষের কোলাহলে এই ঢলে ছিলো নাকো জল
রোদ্রের তাপ ছিলো
ছেলেমেয়ে বাপ ছিলো
মা ফুপু খালা, মৌলবী-মাওলা; ছিলো না কে, বল?

ওরা কে রে

কারা বলুন বসে ছিলো ঘাপটি মেরে
সুযোগ পেয়ে জেগে উঠে আসলো তেড়ে
কূটকৌশল বলে দিলো
জনে জনে মেনে নিলো
এমন ধাঁধায় বলতে পারেন ওরা কে রে?

ডাইনি বুড়ি পালিয়ে গেছে

নতুন জামা নতুন জুতো রিনিঝিনি কাঁকন চুড়ি
এসব পরে আসলো ঘরে নাদুসনুদুস ছোট্ট বুড়ি
এই বুড়িটা আমায় কয়
এখন আর নেই তো ভয়
ডাইনি বুড়ি পালিয়ে গেছে, ফুর্তি মনে তাইতো ঘুরি।

ঢাকা শহর ফাঁকা

ওই তো সেদিন আমায় ডেকে বললো গহর কাকা
বলছে টিভি, ঢাকা শহর অষ্টপ্রহর ফাঁকা!
চল না যাই, ঘুরে আসি,
আমি দিয়ে অট্টহাসি
জানাই তাঁকে, ঈদ ছুটিতে করছে এমন খা খা।