রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায়  কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামালসহ ট্রাকের হেলপারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থান থেকে এসব মালামাল জব্দ ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনায় "গুরুত্বপূর্ণ ব্যক্তি" জড়িত থাকতে পারে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ট্রাক হেলপারের নাম মফিজুল ইসলাম ডাবলু (৩৫)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙি এলাকার আব্দুর রহিমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ভারত থেকে শুল্ক ফাকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা বিপুল পন্য ট্রাকে করে ঢাকায় যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পিন্টুপদ পালের নেতৃত্বে বুধবার রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। এসময় ভোমরা বন্দর থেকে মেসার্স রিহা ট্রান্সপোর্ট এজেন্সী নামক কোম্পানির একটি ট্রাককে ধাওয়া করে কলারোয়ার বেলতলা নামক স্থানে থামতে বাধ্য করা হয়। এ সময় ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার মফিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে ওই ট্রাকটি তল্লাশি করে এক হাজার ১১৫ টি ভারতীয় শাড়ি, ৬০০ থান জর্জেট কাপড়, ৪৫১ বস্তা ক্লে পাওডার, ৭১ বস্তা রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। এর বর্তমান মূল্য এক কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিঠুন মজুমদার বাদী হয়ে বৃহষ্পতিবার থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সুপার আরও জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। যারা এর সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এএস/এপ্রিল ১৮, ২০২৫)