বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জন এজাহার নামীয় ও ৩০/৩৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে থানার এস আই মোঃ শাহ আলম বাদি হয়ে মামলা দায়ের করেন। 

মামলা সূত্র ও থানা পুলিশ জানায়, গত শনিবার উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী হাঁসরাজ গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন রাস্তা পারাপারের সময় বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। এ সময় মৃতের স্বজন সহ স্থানীয়রা লাশ আনতে বাঁধা প্রদান করে এবং তাদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে মৃতের পরিবার ও স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ইটের আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ পিছু হটে চলে আসে। পরে পুলিশ বাদী হয়ে গত ১৪ই এপ্রিল সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শামীম রেজা বলেন আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান আছে।

বিষয়টি নিয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন-নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, এতে করে আগামীতে কেউ যেন এ ধরণের অপরাধ সংঘটিত করতে না পারে এবং আসামিদের গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(বিএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৫)