বড়িয়াহাটে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট ও গাংনগরে বসেছে বৈশাখী মেলা। গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির ঐতিহ্য বহন করে এ মেলা। এই মেলায় শিশুদের বিনোদনের জন্য বসেছে ড্রাগন ট্রেন, নৌকা রাইড, শিশু জাম্পিং, শিশুদের ঘিরনী খেলা, নাগরদোলা, মোটরসাইকেল খেলা সহ আরো নানান রকমের খেলা।
এছাড়াও মেলায় বসেছে জননন্দিত দি বুলবুল সার্কাস যা দেখতে রিতিমত দর্শকেরা হুমরি খেয়ে পড়ছে। বাদ পড়েনি গৃহিণীরাও তাদের জন্য এ মেলায় বসেছে কসমেটিক এর দোকান, আছে মুখরোচক খাবার ফুসকা ও চটপটি, জামাইরা তাদের শ্বশুর বাড়িতে নিয়ে যাবে মিষ্টি সে জন্য বাহারি রকমের মিষ্টি সাজিয়ে বসেছে দোকানীরা। মেলায় বিশাল বিশাল আকৃতির মাছ নিয়ে বিক্রির অপেক্ষায় রয়েছে হালদারেরা। সেই সাথে মিলবে নানা রকমের মসলা, সবজি ও বাহারি রকমের ফল।
চোখে পড়লো বড় হাঁড়িতে মিষ্টি ও মাছ হাতে বালুয়ার শামিম ইসলামের। তিনি জানালেন, গত বছর বিয়ে করেছি জিবনপুর আজ যাচ্ছি শ্বশুর বাড়িতে সে কারণে এ গুলো নিয়েছি। তবে মেলায় চোখে পড়েনি ইজারাদারকে অফিসে বসে আছে এলাকার নানান লোকজন।
স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় এবারও মেলা বসেছে। সে উপলক্ষে গত বুধবার রাতেই পট্টি ডাক হয়েছে।
খোঁজ মিললো পট্টি ডাক কারীর। তিনি হলেন জিবনপুরের আঃ মালেকের ছেলে মোঃ সাকিল মাহমুদ। তিনি জানালেন, নৌকা রাইড, ট্রেন, ঘিন্নি, নাগরদোলা জাম্পিং ও হোন্ডা খেলা বাবদ ইজারাদারকে প্রতি দিন ৭ হাজার টাকা দিতে হবে।
সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান জানালেন, মেলাটি ১ লক্ষ ৭২ হাজার টাকায় ৭ দিনের ইজারা নিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক।
মেলা বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান বলেন, নিরাপত্তার স্বার্থে টহল পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মেলায় থাকবে এবং মেলায় অশ্লীল নৃত্য, জুয়া বা নিয়ম বহির্ভূতভাবে কোন কিছু হলে তাৎক্ষণিক মেলাটি বন্দ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, মেলাটি ৭ দিনের ইজারা দেয়া হয়েছে এবং ইজাদারকে বলা আছে কোন প্রকার জুয়ার আসর বা অশ্লীল নৃত্য চালানো যাবে না।
(বিএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৫)