কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এতে তার স্বামী মন্টু সরদার গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, সকালের দিকে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে যশোরগামী একটি বালুবোঝাই ট্রাক স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী রেহেনা খাতুনের মৃত্যু হয়। এসময় তার স্বামী মন্টু সরদার গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা একটি হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
(এমএজে/এএস/এপ্রিল ১৭, ২০২৫)