সাতক্ষীরায় এবিএম মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিক্ষোভ মিছিলে করা গুলিতে হিজলিয়া গ্রামের আলম সরদার, কুড়িকাহনিয়া গ্রামের হাফেজ বিল্লাহ ও কল্যাণপুরের আবুল বাশারের মৃত্যু ও ৭ জন জখম হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তনিমা মণ্ডল তন্বী মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদের সাত দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া এবিএম মোস্তাকিমকে গত বছরের ২১ জুলাই সন্ধ্যায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহানাজ ডালিমের গ্রুপ পুলিশের উপর হামলাম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আশাশুনি থানার উপপরিদর্শক মোমরেজ আলীর ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বুধবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের রহিম আলী সরদারের দায়েরকৃত মামলা (জিআর-১৭৪/২৪) থেকে জানা যায়, গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর বিকেলে কোটা বিরোধী আন্দোলনকারিরা প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নাকনা গ্রামের বাড়ির সামনে রাস্তার উপর অবস্থানকালে জাকির চেয়ারম্যান ও তার লোকজন গুলি ছোঁড়ে। এতে রহিম আলী সরদারের ছেলে আলম সরদারসহ তিনজন মারা যায়। জখম হয় সাত জন। এ ঘটনায় রহিম আলী সরদার অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ১৫ আগষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহেদ জানান, রহিম সরদারের দায়েরকৃত মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে এবিএম মোস্তাকিমকে গ্রেপ্তার করে ৫ এপ্রিল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। মামলার নথি জজ কোর্টে থাকায় নথি প্রাপ্তি অন্তে বুধবার রিমান্ড শুনানি করা হয়। আদালত তার তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। বৃহষ্পতিবার তাকে কারাগার থেকে পুলিশ হেফাজতে আনা হবে।
পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহেদ জানান, এবিএম মোস্তাকিমকে আশাশুনি থানার উপপরিদর্শক মোমরেজ আলীর দায়েরকৃত জিআর ১৬২/২৪ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে এবিএম মোস্তাকিমের স্বজনদের অভিযোগ, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে এবিএম মোস্তাকিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও আন্দোলনকারিদের হাতে নিহত শেখ জাকির হোসেনসহ ছয়জনের পক্ষে দায়েরকৃত মামলার বাদি আজিজুর রহমান, একজন গ্রাম পুলিশসহ কয়েকজনকে পুলিশ পরিকল্পিতভাবে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন জানিয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়েছে। তবে তারা ন্যয় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদি।
(আরকে/এএস/এপ্রিল ১৭, ২০২৫)