দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ২০২৪-এ আহতদের হেলথ কার্ড প্রদান  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‌ উক্ত হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের ‌জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় ফরিদপুরে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ আহতদের হেলথ কার্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল , সিভিল সার্জন মাহমুদুর রহমান, ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফ খান, সোহেল রানা মেহেদী হাসান, কাইয়ুমসহ অন্যান্য সাধারণ ছাত্র-ছাত্রী ও শহীদ ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন "জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও ও শহীদ শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা হেল্থ কার্ডের সুবিধা পাবেন। হেলথ কার্ডের সুবিধা অনুযায়ী বিনামূল্যে ছাত্ররা সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা সুবিধা পাবেন।

রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এই কার্ড বিতরণ করা হচ্ছে এবং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিশ্চিত করা হবে। পাশাপাশি ফরিদপুরে আহত ছাত্রছাত্রীরা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ দ্বারা কোনো ধরনের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সেবা পাবে।" এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বমোট ৩৯ টি হেলথ কার্ডের বিপরীতে উপস্থিত ৩৪ জনকে হেলথ কার্ড বিতরণ করা হয়।

(ডিসি/এএস/এপ্রিল ১৭, ২০২৫)