রাজবাড়ীতে আম পাড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার মৌকুরি মোল্লাপাড়া এলাকায় প্রতিবেশীর গাছের আম পাড়ায় রাফি (১০) নামে এক তৃতীয় শ্রেণীর শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ এপ্রিল) শিশুটির পিতা মো: রবিউল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন।শিশুটিকে বর্তমান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে খেলার ফাঁকে প্রতিবেশি আবু শামীম সরদারের (অভিযুক্ত) গাছ থেকে একটি আম পারে শিশু রাফি।এর জের ধরে শামীম সরদার শিশু রাফি কে গাছের সঙ্গে বেঁধে কাঠের বাটাম দিয়ে মারধর করে। এসময় শামীম সরদার শিশুটির পিতা কে হুমকি দিয়ে ছেলেকে নিয়ে যেতে বলে।পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে যায়।পরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করে।
শিশুটির পিতা রবিউল ইসলাম বলেন, আমার ছেলে রাফি মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। আমার ছেলে প্রতিদিনের মতো বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায়।ও ছোট মানুষ ভুল করে গাছ থেকে একটা আম পাড়ছে। তাই বলে একজন বুঝ মান ব্যক্তি কি করে গাছের সাথে বেঁধে একটা শিশুকে বাটাম দিয়ে মারতে পারে!
অভিযুক্ত শামীম সরদার বলেন, রবিউলের ছেলে রাফি প্রায়ই আমার গাছের আম পেড়ে নিয়ে যায়। কিন্তু আমি ধরতে পারি না। গতকাল (মঙ্গলবার) আমার গাছ থেকে আম পাড়ার সময় আমি দেখে ফেলি। পরে ওকে ধরে একটা থাপ্পড় দিয়ে গামছা দিয়ে গাছের সাথে বেধে রাখি, যেন ও ভয় পেয়ে আর পরবর্তীতে এরকম কাজ করার সাহস না পায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ সালাউদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(একে/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)