ফরিদপুরের শান্তিপ্রিয় সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের শান্তিপ্রিয় সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ৫ এপ্রিলে রঞ্জিত বিশ্বাসের উপর হত্যার উদ্দেশ্যে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক নিতাই রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুব্রত রবিদাস, রঞ্জিত বিশ্বাসের বৌদি অঞ্জলি রায়, রঞ্জিত বিশ্বাসের সহধর্মিনী ইপা বিশ্বাস, মানববন্ধন সঞ্চালনা করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল।
মানববন্ধনে আহত রঞ্জিত বিশ্বাসের বড় ভাই সমীর বিশ্বাস, ছোট ভাই লিটন বিশ্বাস পরিবারের সদস্য বৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, রঞ্জিতকে যারা হত্যার চেষ্টা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসররা এই সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। পাঁচ আগস্টের পর আওয়ামী দোসর ও সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রঞ্জিত বিশ্বাসের ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী লাভলু ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার দাবী করেন।
বক্তারা বলেন, তারা বিভিন্ন সময়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আর তাই অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করার দাবি জানান।
তা না হলে আগামীতে আরো ধরনের কর্মসূচি দেয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি প্রদান করেন।
(ডিসি/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)