কালীগঞ্জে সাবেক ইউপি মেম্বারের পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুট
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খাবারের সহিত চেতনানাশক মিশিয়ে সাবেক ইউপি সদস্যের পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে নগদ পাঁচ লাখ টাকা, ১০ ভরি সোনারগহনাসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফির বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন হয়ে পড়া তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অসুস্থ ব্যক্তিরা হলেন- ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি (৬২) তার স্ত্রী শাহানারা বেগম (৫০ ) ও ছেলে শাহিদুর রহমান (৩০)।
গৃহকর্তা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি বুধবার সন্ধ্যায় জানান, অজ্ঞান পার্টির সদস্যরা রান্নাঘরে রাখা রাতের খাবার ভাতের মধ্যে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। রাত আনুমানিক ১১ টার দিকে তিনি, তার স্ত্রী ও ছেলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে ৩/৪ সদস্যের দুর্বৃত্তরা প্রথমে প্রাচীর টপকে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এরপর নীচতলার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে অচেতন অবস্থায় পড়ে থাকা তার হাতের আঙুল থেকে স্বর্ণের আংটি খুলে নেয়। পরে তারা আলমারির ড্রয়ার ভেঙে নগদ পাঁচ লাখ টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে দোতলায় ঢুকে ছেলে শাহিদের ঘরে ঢুকে সবকিছু ভেঙে তছনছ করে মূল্যবান জিনিসপত্র নেয়। বৃধবার ভোর ৫ টার দিকে প্রথমে তার ঘুম ভাঙলে চুরির ঘটনা জানতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। অীভযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরকে/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)