সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস ধান ক্ষেতে, পথচারী নারীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যাওয়ার সময় মারাত্মক জখম হওয়া পথচারি রহিমা খাতুন মারা গেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রহিমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চালতেতলা গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমালা গ্রামের আশিকুর রহমান শান্ত জানান, বুধবার সকাল ৫টা ৫৫ মিনিটে কালিগঞ্জ বাসস্টা- থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিরতিহীন এক্সপ্রেস যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৩-২২১৫) সোয়া ৬টার দিকে চালতেতলা মোড়ের আজগার আলীর দোকানের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধান খেতে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী রহিমা খাতুন মারাত্মক জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি মিললে রাত সাড়ে ৮টার পর পারিবারিক কবরস্থাণে রহিমার লাশ দাফন করা হবে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বাস দুর্ঘটনায় রহিমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)