বাগেরহাটে ৩২৩ মেধাবী শিক্ষর্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলার এসএসসি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া ৩২৩জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১৭ লাখ ৭০ হাজার টাকার বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। এরমধ্যে ২০২৪ সালের এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিও-৫ প্রাপ্ত ২৯২জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে এককালিন ৫ হাজার ও ২০২৫ সালের পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া ৩১জন শিক্ষার্থীর প্রত্যেককে এককালিন ১০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
(এস/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)