কোটালীপাড়া সাব-রেজিষ্টার অফিসে অভিযান চালিয়েছে দুদুক

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া সাব-রেজিষ্টার অফিসে অভিযান চালিয়েছে দুদুক। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে দুদকের একটি আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়।
দলটি প্রথমে গোপনে খোজ খবর নেন এবং পরবর্তীতে তদন্ত করে দেখেন ওই অফিসে নানা অনিয়ম দূর্ণীতি রয়েছে। বিশেষ করে গ্রাহকদের কাছ থেকে নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ দাবী, দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ দাবী সহ বিভিন্ন ক্ষেত্রে জমির দাতা ও গ্রহিতার কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হয়।
এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য সাব-রেজিষ্টারকে নির্দেশনা দেয়া হয়েছে বলে দুদুকের কর্মকর্তারা জানিয়েছেন।
এ অভিযান পরিচালনাকালে দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল ও ডিএডি আফসার উদ্দিন উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)