রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় দুই ঘণ্টাব্যাপী কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ বুধবার দুপুর থেকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে তাদের পেশকৃত ছয়টি দাবি বাস্তবায়নের জন্য এ বিক্ষোভ প্রদর্শন করে। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও সাতক্ষীরার সমন্বয়ক মোমিনুল ইসলাম, এফডিবির সাতক্ষীরা সভাপতি আব্দুর রহমান, সরকারি পলিটেকনিকের সিভিল টেকনোলজির ৭ম ব্যাচের ছাত্র শাহরিয়ার শাওন, নিশিতা তাসনিম, পঞ্চম ব্যাচের আশরাফুজ্জামান, আব্দুল্লাহ অর্ক, সপ্তম ব্যাচের মোহাম্মদ মানিক প্রমুখ।

এ সময় তাদের কেন্দ্র ঘোষিত ছয়টি দাবিসহ ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগ করা সমস্ত নিয়োগ বাতিল করার আহ্বান জানান। তারা বলেন, ল্যাব সহকারীরা আমাদের শিক্ষক হতে পারেন না। কারিগরি শিক্ষার জন্য আলাদা মন্ত্রণালয় ঘোষণা করে কমিশন গঠন করতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ দিতে হবে। যদি তা না করা হয় তাহলে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও বলেন তারা।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক শান্তিপূর্ণভাবে আন্দোলনের অনুরোধ জানিয়ে বলেন, ছাত্ররা জাতির ভবিষ্যৎ। তারা যদি কোন বিশৃঙ্খলা করে তাহলে তা কারোর জন্য মঙ্গল নয়। যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। এ সময় তিনি প্রধান সড়ক ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।

(আরকে/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)