অমর ডি কস্তা, নাটোর : নাটোরে বড়াইগ্রামের আলোচিত ধর্ষণ ও নির্মমভাবে হত্যার শিকার শিশুকন্যা জুঁইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে জুঁইয়ের বাড়িতে উপস্থিত হয়ে তারেক রহমানের সমবেদনা ও সহায়তা পৌঁছে দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল টিপু, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা রবিউল মাস্টার, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান শামীম সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ জানান, দেশনায়ক তারেক রহমান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ৭ বছরের শিশুকন্যা জুঁইকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি জুঁই এর পরিবারে পাশে থেকে আইনী সহায়তাসহ সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত জুঁই এর মা মোমেনা খাতুনের হাতে এই টাকা তুলে দেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে ৩০০ গজ অদূরে ভুট্টা ক্ষেত থেকে ৭ বছরের বয়সী জুঁই এর মুখাবয়ব এসিডে ঝলসানো ও বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সোমবার বিকেল থেকে সে নিখোঁজ হয়। জুঁই ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি হেফজখানার ১ম শ্রেণিতে পড়াশুনা করতো।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলার হলেও মৃতদেহটি পাওয়া যায় উপজেলার সীমান্তবর্তী চাটমোহর এলাকায়। যার ফলে সংঘটিত অপরাধটির মামলা লিপিবদ্ধ হয়েছে চাটমোহর থানায়। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশ যথাযথ ভুমিকা চলমান রেখেছে।

(এডিকে/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)