সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা তরগাও ইউনিয়নের ভুলেশ্বর গ্রামে আজ বুধবার দুপুরে বজ্রপাতে ইফাজ উদ্দিন নামে এক কৃষকের মুত্যু হয়েছে। সে ওই গ্রামের আবদুল আউয়ালের পুত্র।

এদিন দুপুরে কাপাসিয়া উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যায এর সাথে প্রচুর বৃষ্টি হয় ওই সময় ইফাজ মাঠে কাজ শেষে নিজের গরু নিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে তার উপর এসে পড়ে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে কাপাসিয়া উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

(এসকেডি/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)