মহাসড়ক অবরোধ করে যোহরের নামাজ আদায় করলেন আন্দলোনরত শিক্ষার্থীরা
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে যোহরের নামাজ আদায় করলেন আন্দলোনরত শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করছে। এরই অংশ হিসাবে গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা। তারা রাস্তায় কাঠের গুড়ি ফেলে এবং নিজেরা রাস্তায় বসে পড়ে মহাসড়ক অবরোধ করে।
আজ বুধবার দুপুর ১২ টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান গটানস্থল পরিদর্শন করেছেন। তাদের অনুরোধে আন্দোলনরতঃ শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে তাদের অবরোধ তুলে নেয়।
(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)