শাহ্ আলম শাহী, দিনাজপুর : গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে দিনাজপুর পুলিশ গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন জানিয়েছেন, আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ঈদগা বস্তি এলাকায় তার বোনের বাড়ি থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গ্রেফতার করেছে পুলিশ। গত মার্চ মাসের ১ তারিখ থেকে সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির তার বোন প্রফেসর আফরোজা পারভিন কবীরের বাসায় আত্মগোপন করেছিলেন।

পুলিশ সুপার জানান, তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি স্বতন্ত্র গাইবান্ধা উপজেলা সদরের উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সর্বশেষ গাইবান্ধা সদর আসনের স্বতন্ত্র এমপি ছিলেন। তিনি দুইটি মামলার এজারভুক্ত আসামি। আটক সারোয়ার কবীরকে আজকেই রাতে গাইবান্ধা পুলিশের একটি বিশেষ টীমের হাতে হস্তান্তর করা হবে।

একপর্যায়ে সারোয়ার কবীর নিজেই জানান তিনি বাংলাদেশের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নাতি। শাহ আব্দুল হামিদ ছিলেন তার দাদা। গাইবান্ধা ৪ আসনের এমপি ছিলেন তার চাচা।

(এসএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)