ভাগ্নের অন্যায় মেনে না নেওয়ায় মামাকে কুপিয়ে মারাত্মক জখম
.png)
বিপুল কুমার দাস, রাজৈর : গোপালগঞ্জে আপন ভাগ্নের অন্যায় মেনে না নেওয়ায় আপন মামাকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে আপন ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাগ্নে মামাকে কুপিয়ে মারাত্মক জখম করার পরেও প্রকাশ্য বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও মামার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। থানায় অভিযোগ করেও মেলেনি সমাধান বা পাইনি বিচার ভুক্তভোগী মামার পরিবার।
এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় নিশ্চিন্তপুরের বাসিন্দা লোকমান শেখ (৪৮) এর সাথে।
লোকমান শেখের স্ত্রী মোসা: শিউলী বেগমের অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার সন্ধায় ভাগ্নে মো লিটন হাওলাদার (৩৫) এর নেতৃত্ব হামলা চালায় কয়েকজন। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বসতঘরে ভাঙচুর চালিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে অভিযুক্তরা লোকমান শেখের কলেজ পড়ুয়া ছাত্রী ঝুমুর আক্তারের উপর হামলা চালাতে গেলে মা শিউলি বেগম বাধা দেয়। এক পর্যায়ে মা শিউলি বেগম ঝুমুরকে ঘরের দরজা লাগিয়ে রাখতে সক্ষম হলে পরবর্তীতে হামলাকারীরা উপায়ন্তর না পেয়ে লোকমানের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। শিউলি বেগমের ডাক চিতকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে প্রথমে টেকেরহাট বন্দরের একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার রেফার করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। এঘটনায় শিউলি বেগমসহ আরোও একজন আহত হয়েছেন।
অভিযোগের বিষয়ে ভাগ্নে মো লিটন হাওলাদারের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি, তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি।
এ ঘটনায় মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল মুঠোফোন জানান, ঘটনার পর পুলিশ ভিকটিমের বাড়ি পরিদর্শন করেছে, অভিযোগ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেল এএসপি মো আব্দুল বাছেদ মুঠোফোন জানান, গতকালই অভিযোগ বিষয়ে অনুমোদন দিয়ে দিয়েছি। এছাড়াও তিনি জানান, বলে দিয়েছি আসামী গ্রেপ্তার করতে।
(বিডি/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)