কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবকে অব্যহতি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় এস এস সি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবকে অব্যহতি দিয়েছে যাশোর শিক্ষা বোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর থেকে কলারোয়া ইউএনও বরাবর পাঠানে এক পত্রের (স্মারক পনি/পিএ-১০১৪) মাধ্যমে এ তথ্য জানা গেছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশ ক্রমে প্রফেসর ড. মো: আব্দুল মতিন স্বাক্ষরিত ইউএনও বরাবর এ পত্র প্রেরণ করেন। যা ১৫ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরার কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (কেন্দ্র কোড কলালারোয়া-৪৪১) কেন্দ্র সচিব নিগার সুলতানাকে (ভারপ্রাপ্ত প্রধান শিকন্ষক ও কেন্দ্র সচিব) কে এস এস সি-২০২৫ কে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদাণ করা হয়েছে। উক্ত ৪৪১ কেন্দ্রের অধীনস্থ প্রতিষ্ঠান প্রধান সমুহের মধ্য থেকে অধিকতর সিনিয়রকে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা গেল। যা ১৫-০৪-২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। চেয়ারম্যানের আদেশ ক্রমে প্রফেসর ড. মো: আব্দুল মতিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ৮ জন সিনিয়র শিক্ষককে দূরে রেখে রাজনৈতিক বিবেচনায় নিগার সুলতানাকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। উক্ত নিয়োগ বিধি মোতাবেক না হওয়ায় সিনিয়র শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিকর্তের মুখে পড়ে বিদ্যালয়ের সদ্য গঠিত কমিটি। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানাকে যশোর বোর্ড এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নিগার সুলতানা তালা করারোয়ার সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বড় ভাইয়ের মেয়ে।
(আরকে/এএস/এপ্রিল ১৬, ২০২৫)