নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এসএসসি ও সমমান পরীক্ষার একটি কেন্দ্রের ২৩ জন এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ১২ টার দিকে নগরকান্দার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে বহিষ্কার করা হয়।

জানা যায়, গণিত দ্বিতীয় দিনের পরীক্ষয় অসদুপায় অবলম্বন করায় ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

পরীক্ষার্থীদের মধ্যে ৭ জন এসএসসি ইংরেজি প্রথম পত্র ও ১৬ জন এসএসসি (ভোকেশনাল) গণিত বিষয়ের পরিক্ষর্থী ছিলো।

সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন বলেন, অসদুপায় অবলম্বন করায় ইউএনও'র নির্দেশে ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।

উল্লেখ্যঃ এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিলো ৩৯৮ জন তারমধ্যে এসএসসি, ইংরেজি প্রথম পত্র বিষয়ে ৩৪২ জন তার মধ্যে উপস্থিত ছিলো ৩২৪ জন, বহিষ্কার ৭ জন এবং এসএসসি ( ভোকেশনাল ) গণিত বিষয়ে পরিক্ষার্থী ছিলো ৫৬ জন বহিষ্কার ১৬ জন।

(পিবি/এএস/এপ্রিল ১৬, ২০২৫)