লোহাগড়ায় পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম ঝুনুর বহিস্কার আদেশ প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো: জাহিদুল আলম ঝুনুর বহিস্কার আদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
নড়াইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো: সাইফুজ্জামান আমল ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশফেকুর রহমান বাচ্চু ১৫ এপ্রিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
নড়াইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো: সাইফুজ্জামান আমল মোবাইল ফোনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বিগত ২০২৪ সালের ১৯ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লোহাগড়া পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো: জাহিদুল আলম ঝুনুকে শ্রমিক দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে শ্রমিক দলের নেতা মো: জাহিদুল আলম ঝুনুর আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ ৫ মাস পর বহিস্কার আদেশ প্রত্যাহার করা হলো।
(আরএম/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)