রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর ‌সদর উপজেলার কানাইপুর বাজারে নানা অনিয়মের অভিযোগে বাজারের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের কানাইপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনসাধারণের চলাচলের রাস্তার ওপর দোকান করায় ব্যবসায়ী কৃষ্ণ কুমার রায় এবং জীবন কুন্ডুকে দশ হাজার টাকা, লাইসেন্স না থাকায় মাংস ব্যবসায়ী জাহিদ বিশ্বাসকে পাঁচ হাজার টাকা, অপর এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে পাঁচশত টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ইসরাত জাহানের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)