রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের কানাইপুরে 'ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড' নামক একটি জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে ভাটি কানাইপুরের মিলগেট নামক স্থানে অবস্থিত ওই জুট মিলের সূতা প্রস্তুতকালে এমন দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

আগুন লাগার পরপরই ওই মিলে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ প্রথমে নিজস্ব পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসলেও ওই আগুনে মিলটির সূতা তৈরির পাঁচটি মেশিন ও ফ্লোরে সাজিয়ে রাখা বেশ কি প্রস্তুতকৃত সূতার বান্ডিল ও মিল ঘরের উপরের দিকে ছাদের সিট পুড়ে যায়। যাতে ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ার দাবি করেছেন মিল কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই ডান সাইডের প্রথম মিল ঘরে আগুন লেগেছিলো যা তখন পুরোপুরি নিয়ন্ত্রণে। মিল ঘরটির ভিতর থেকে সম্পূর্ণ ও আংশিক পুড়ে যাওয়া সূতার বান্ডিল ঘরটির বাহিরে বের করছেন শ্রমিকেরা।

কর্মরত ওইসব শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সূতা তৈরির মেশিনের ৬ নং সারিতে প্রথমে আগুনের সূত্রপাত দেখতে পান কর্মরত শ্রমিকরা। মুহুর্তেই আগুন ছড়িয়ে যায় মেশিনের ৪,৫,৭ ও ৮ নং সারিতে। পরবর্তীতে ৮ নং সারির পাশে সাজিয়ে রাখা প্রস্তুতকৃত পাটের সূতার বান্ডিলস্তুপে আগুন ছড়িয়ে পড়লে আগুনের ব্যাপকতা বৃদ্ধি পায়। ওই মিল ঘরটির ঠিক বাইরেই নিজস্ব পানির পাম্পের ব্যবস্থা থাকায় ও শ্রমিকদের একান্ত চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শ্রমিকেরা। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় কারণ জানা যায়নি।

তবে মেশিনের ঘর্ষণজনিত ফায়ার বা বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ঘটনাস্থল থেকে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম।

ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডের প্রোজেক্ট ইনচার্জ ইমতিয়াজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল থেকে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'এই দুর্ঘটনায় আগুনে সম্পূর্ণ ও আংশিক পুড়ে যাওয়া সূতার বান্ডিল, সূতা প্রস্তুতকারক মেশিন ও মিল ঘরের সাদের সিটসহ সর্বমোট প্রায় ১৫-১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।'

এছাড়া আগুন লাগার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ইমতিয়াজ।

তাছাড়া, ওই জুট মিলটিতে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, ফরিদপুরে কর্মরত বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম, ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ এবং ফরিদপুর জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

েআরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)