চাটমোহরে নানা আয়োজনে বর্ষবরণ

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। আয়োজনমালায় ছিলো শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, হাডুডু খেলা, ফুটবল খেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পহেলা বৈশাখ সোমবার সকাল ৯টায় চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেলে বালুচর খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হাডুডু খেলা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় করে খেলা দেখতে। ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হাডুডু খেলা উপভোড় করেন নানা বয়সী নারী-পুরুষ, শিশুরা। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি’র সাবেক সংসদসহ নেতাকর্মী, সাংবাদিকসহ অন্যান্যরা। শেষে খেলায় অংশ নেয়া দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
(এসএইচ/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)