কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ জাহিদুল ইসলাম জাহিদ (৪৮) নামে এক ইউ.পি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
এসময় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই এলাকার ছামসের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বলেন, দুপুর ৩টার দিকে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলামে বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এসময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আগের ৪টি মামলা রয়েছে।
(এমজে/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)